বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে মসজিদের ইমামের বাম হাতের কবজি এবং ডান হাতের দুটি আঙুল কুপিয়ে বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবুল মাঝিকে আটক করা হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় শনিবার (১৩ নভেম্বর) চিকিৎসার জন্য মাওলানা ইয়াকুব আলীকে ঢাকায় পাঠানো হয়। তিনি উপজেলার পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম। বাবুল মাঝি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসায় পড়ালেখা শেষ করে সম্প্রতি গ্রামে ফেরেন বলে জানা গেছে।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান বলেন, আটক ব্যক্তি ওই মসজিদের ইমামের নামাজ পড়ানোয় ত্রুটি আছে বলে দাবি করে আসছিলেন। সম্প্রতি তিনি ওই মসজিদে তার মতো করে ইতেকাফে বসতে চান। কিন্তু ইমাম ইয়াকুব আলী তাকে ইতেকাফে বসতে দিতে রাজি হননি বলে জানা গেছে। এর জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে ওই মসজিদের সামনে ইমাম ইয়াকুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কবজি ও ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন করেন অভিযুক্ত বাবুল মাঝি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইমামকে উদ্ধার করে রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে ইমামের ওপর হামলার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাবুল মাঝিকে আটক করে। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা এবং ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন কবজি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান।
এএ