বন্ধ হোক যুদ্ধ! বন্ধ হোক নিরীহ মানুষ নিধন যজ্ঞ! জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন মিলিয়ে প্রায় ১০০টি সংস্থা সিরিয়ায় যুদ্ধ শেষ করতে বিশ্বের সব নাগরিকের কাছে এমনই একটি আবেদন করেছে৷
বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আবেদনটি শেয়ার, রিটুইট ও লাইক করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানরা৷ জাতিসংঘের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে৷ এতে মাত্র ৬০ সেকেন্ডে সিরিয়া যুদ্ধের শুরু ও তার ফলে মানুষের যে চরম ভোগান্তি হয়েছে এবং হচ্ছে তা তুলে ধরা হয়েছে৷ টুইটে লেখা হয়েছে, ‘‘সিরিয়ার জন্য ৬০ সেকেন্ড৷ দেখুন আর সিরিয়া সংকট শেষ করতে সহায়তা হিসেবে ভিডিওটি শেয়ার করুন৷''
আবেদনে বলা হয়েছে, ২০১১ সালের মার্চে শুরু হওয়া সিরিয়া যুদ্ধ ষষ্ঠ বার্ষিকীর দিকে এগিয়ে যাচ্ছে৷ আবেদনে বলা হয়েছে, ‘‘লক্ষ লক্ষ নিরীহ মানুষ যারা ইতিমধ্যে অনেক ভোগান্তির শিকার হয়েছে এবং আরও লক্ষ লক্ষ মানুষ যাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দোলায় দুলছে৷ তাদের বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা''৷
এর আগে ২০১৩ সালে সিরিয়া সংকট বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছিল৷ সবশেষ আবেদনে সেই তথ্য উল্লেখ করে বলা হয়, ‘‘ওটা ছিল তিন বছর আগের কথা৷ যুদ্ধ এখনও চলছে৷ রক্তপাতের ঘটনা ষষ্ঠ বছরের দিকে এগিয়ে যাচ্ছে৷'' এবারের আবেদন রাষ্ট্রগুলোর জন্য নয়, বিশ্বের প্রতিটি মানুষের কাছে করা হচ্ছে বলেও জানানো হয়েছে৷
সিরিয়া সংকটের কারণে এখন পর্যন্ত দুই লক্ষ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ এছাড়া প্রায় এক কোটি ৩৫ লক্ষ মানুষ সিরিয়ার ভিতরে মানবাধিকার সংকটে পড়েছেন৷ গৃহযুদ্ধ এড়াতে প্রায় ৪৬ লক্ষ সিরীয়কে প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশে শরণার্থীর জীবন বেছে নিতে হয়েছে৷
https://www.youtube.com/watch?v=ealmdpEt4l8