সৌদির নাগরিকত্ব পেলেন কাবার গিলাফের বাংলাদেশি ক্যালিগ্রাফার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৫ ১৭:১৭:০১
সৌদি সরকার দেশটিতে বিভিন্ন পেশার দক্ষ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর প্রথম দিনেই নাগরিকত্ব পেয়েছেন প্রবাসী বাংলাদেশি শায়খ মুখতার আলম শিকদার।
মক্কার পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছর ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন তিনি।
গত বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা জানানো হয়। এদের মধ্যে প্রথম দিন ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারক, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ পাঁচ বিদেশি নাগরিক আছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন-২০৩০’-এর অংশ হিসেবে বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।
এ বিষয়ে সৌদি গেজেট থেকে জানা যায়, প্রথম দিনের ঘোষণায় নাগরিকত্ব পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন, পবিত্র কাবার গিলাফের (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার মুখতার আলিম, ইতিহাসবিদ ড. আমিন সিদো ও ড. আবদুল করিম আল সামমাক, প্রখ্যাত গবেষক ড. মুহাম্মদ আল বাকাই এবং প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল আনি।
বাংলাদেশি বংশোদ্ভূত শায়খ মুখতার আলমের নাগরিকত্ব লাভ উপলক্ষে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানান। সাক্ষাতকালে শায়খ সুদাইস তাঁকে আরবি ক্যালিগ্রাফির বিষয়ক অ্যাকাডেমিক পাঠদান ও পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফারদের জন্য একটি ইনস্টিটিউট গঠনের অনুরোধ জানান।
সানবিডি/এনজে