মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশটিতে ফিরে যাওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন চাপ সৃষ্টি করে যাচ্ছে। আশ্রিত রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবে- এটাই আশা করে ইউ।'
আজ সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'ডিক্যাব টক' অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
এ সময় চার্লস হোয়াইটলি আরো বলেন, 'মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে ইইউ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।' তিনি বলেন, 'মিয়ানমার নিষেধাজ্ঞা দিলেও সেখানে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ইইউ। মিয়ানমারে আমরা যদি কাজ না করি তবে অন্য কেউ এসে সে জায়গা দখল করবে।'
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, 'সরকারের সঙ্গে এনিয়ে ইইউ খোলামেলা কথা বলে যাচ্ছে।'
সানবিডি/এনজে