সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৬৬ বারে ১ কোটি ৯ লাখ ৪০ হাজার ৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫২ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২৪ বারে ৯২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩৬৯ বারে ৪০ লাখ ৮৫ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.৯১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৮৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৭৩ শতাংশ, আইএফআইসির ৭.৬৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৭.৪৫ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৬.৯৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস