ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তারল্য ব্যবস্থাপনায় সহজ করতে আন্তঃব্যাংক মানি মার্কেটের লেনদেনে ‘ইডিএস মানি’ আগামী ১ ডিসেম্বর থেকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এটি বিশ্বব্যাপী একটি স্বীকৃত পন্থা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গাইড লাইন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, আন্তঃব্যাংক কার্যক্রম গতিশীল, সুসংহত ও যুগোপযোগী করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি রিয়েল টাইম ওয়েব বেসড প্ল্যাটফর্ম ‘ইলেক্ট্রনিক ডায়েলিং সিস্টেম ফর ইন্টারব্যাংক মানি মার্কেট (ইডিএ মানি)’ তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্ম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ চলতি বছরের ৩ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আন্তঃব্যাংক মানি মার্কেটের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য এ মার্কেটের অংশগ্রহণকারীদের জন্য কী করণীয় তার নির্দেশনা দিয়ে ‘গাইডলাইন অন ইলেক্ট্রনিক ডায়েলিং সিস্টেম ফর ইন্টারব্যাংক মানি মার্কেট (ইডিএস মানি)’ প্রণয়ন করা হয়েছে যা এ সার্কুলারের মাধ্যমে জারি করা হলো।
এ সার্কুলার ও গাইডলাইনে অনুযায়ী ‘আন্তঃব্যাংক’ বা ‘ইন্টারব্যাংক লেনদেন বলতে শুধুমাত্র ইডিএস মানি প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী তফসিলি ব্যাংকগুলোর পাশাপাশি অনুমোদনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে বোঝানো হয়েছে।
গাইডলাইন অনুযায়ী এখন থেকে আন্তঃব্যাংক মানি মার্কেটের আনসিকিউরড সেগমেন্টের সব ধরনের লেনদেন (ওভাইর নাইট, শর্ট নোটিস, ও টার্ম) ইডিএস মানি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ সব লেনদেন রিয়েল টাইম ভিত্তিতে ইডিএস মানি প্ল্যাটফর্মে সম্পাদিত হওয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের রিপোর্টিং কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে এর মাধ্যমে শেষ হবে। ইডিএস মানি গাইডলাইনে বর্ণিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এ গাইডলাইনে মানি মার্কেটে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ ডিসেম্বর থেকে ইডিএস মানি প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গরূপে লাইভ অপারেশনে অংশগ্রহণের বিষয়টি আবশ্যিকভাবে পরিপালন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
এএ