বৈশ্বিক বাজারে ১০ বছরের সর্বোচ্চে কফির দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-১৭ ১৪:০২:৩৪

বৈশ্বিক বাজারে বেড়েছে অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য।সোমবার সর্বশেষ কার্যদিবসে পানীয় পণ্যটির দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চে পৌঁছে। বিশ্লেষকরা বলছেন, চলমান সরবরাহ সংকট কফির বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। পাশাপাশি গত সপ্তাহে রোবাস্তা কফির দাম বেড়ে ১০ বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে। এদিকে চিনি ও কোকোর দামও বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
মার্চে সরবরাহ চুত্তিতে প্রতি পাউন্ড অ্যারাবিকা কফির দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। লেনদেন হয়েছে ২ ডলার ২৮ সেন্টে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ দাম।
বর্তমানে বিশ্বের শীর্ষ কফি উৎপাদক দেশ ব্রাজিল। খরা ও পরিবহন ব্যয় বৃদ্ধিসহ নানা জটিলতার কারণে দেশটি থেকে রসদ সরবরাহ বিলম্বিত হচ্ছে। এটি আন্তর্জাতিক বাজারে কফির দাম বাড়াতে সহায়তা করছে। এর বাইরে চাহিদা বৃদ্ধির প্রত্যাশা, অ্যারাবিকা কফির মজুদ হ্রাস এবং সম্ভাব্য শুষ্ক আবহাওয়াও দাম বৃদ্ধিতে প্রভাব রাখছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













