আমেরিকান অভিনেত্রী ও সংগীতশিল্পী গোয়েনেথ প্যালট্রো। তার স্বামী ক্রিস মার্টিনের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছে। তাদের ঘরে রয়েছে দুই সন্তান অ্যাপ্ল এবং মোজেস।
বিচ্ছেদের পরেও তাদেরকে সন্তানদের সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরতে দেখা যায়। এ নিয়ে নায়িকার বক্তব্য, 'ক্রিস যখন ইচ্ছে আমার বাড়িতে আসতে পারে। রোমান্টিক সম্পর্ক এখন নেই। তাতে কী! ও আমার ভাইয়ের মতো।'
দু’জনে নাকি স্বজ্ঞানে ব্রেকআপ করেছিলেন। অথচ দুই সন্তানের সঙ্গে স্বজ্ঞানেই সমুদ্রসৈকতে ঘুরতে ঘুরতেই একটা ভ্রাতৃসত্তা জেগে উঠেছে।
গোয়েনেথ প্যালট্রো বলেন, আমরা প্রচুর সময় একসঙ্গে কাটাই। এই তো সেদিন রাতের বেলায় আমার বাড়িতে এসে শুয়ে পড়ল ক্রিস। ও নাকি সারপ্রাইজ দেবে বাচ্চাদের। কাজেই আমরা একসঙ্গেই থাকছি।'
প্রসঙ্গত, ২০০৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোয়েনেথ প্যালট্রো এবং ক্রিস মার্টিন। দীর্ঘ ১২ বছর সংসার করার পর ২০১৫ সালে বিচ্ছেদে যান গোয়েনেথ প্যালট্রো এবং ক্রিস মার্টিন।
সানবিডি/ঢাকা/এসএস