ভারতে রামমন্দির নির্মাণে জমি ও অর্থ দিয়ে সহযোগিতা করছে মধ্যপ্রদেশের খেদাকালা গ্রামের মুসলিমরা সাম্প্রদায়।
তারা গ্রামে হিন্দুদের ‘শ্রী রাম জানকি মন্দির’য়ের জন্য নিজেদের কিছু জায়গা ছেড়ে দিয়েছেন। শুধু জায়গা দিয়েই তারা দায়িত্ব শেষ করেনি। মন্দির নির্মাণ কাজে সহায়তার জন্য চাঁদা তুলে ৫ হাজার রুপি দান করেছেন ওই গ্রামের মুসলিমরা। খেদাকালা গ্রামে ৮০টির বেশি মুসলিম পরিবার বাস করে।
মুসলিমদের ওই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন খেদাকালা গ্রামের প্রঞ্চায়েত প্রধান সন্তু কুমার সিং। জি নিউজ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘মন্দির বানানোর জন্য সম্ভাব্য প্রতিটি ক্ষেত্রে সহায়তা করেছেন আমাদের মুসলিম ভাইরা।’
ভারতের মত দেশে যেখানে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে থাকে, সেখানে মন্দির নির্মাণে মুসলিমদের এ ধরনের সহায়তা সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সানবিডি/ঢাকা/এসএস