ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের মালামাল পৌঁছে দিয়েছে নৌবাহিনীর দুই জাহাজ- 'বানৌজা টুনা' ও 'বানৌজা তিমি'।
আজ বুধবার দুপুরে জাহাজ দুটি মালামাল নিয়ে ভাসানচর পৌঁছায়। এর মধ্যে 'বানৌজা টুনা' বেলা ১২টার দিকে এবং 'বানৌজা তিমি' দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছায়।
এই জাহাজ দুটিতে ১৩৭.২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হয়।
ভাসানচরে নেওয়ার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে নেওয়া হয়
রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।
সানবিডি/এনজে