জামালপুরের দেওয়াগঞ্জে পৌর রেলস্টেশন বাজারে আজ বুধবার অভিযান চালিয়ে ৩ হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা। এসময় তাদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, খাবারের মূল্য তালিকা না থাকায় এ সকল হোটেল মালিকদের এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, মানুষ নিরুপায় হয়েই হোটেলের খাওয়া দাওয়া করে। পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার প্রাপ্তি তার নাগরিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করা এবং হোটেল মালিকদের সচেতন করাই আজকের এই অভিযানের উদ্দেশ্য।
সানবিডি/এনজে