সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে আবারও একটি মার্কিন সামরিক বহর আটকে দিয়েছে সেনাবাহিনী ও স্থানীয় জনগণ।
এই প্রতিরোধের ফলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ওই মার্কিন সেনাবহরটি। খবর সানার।
মার্কিন ওই সামরিক বহরে সাঁজোয়া যান ও বুলডোজার ছিল। কিন্তু সিরীয় সেনা ও স্থানীয় জনগণের বাধার মুখে তারা যেখান থেকে এসেছিল, সেদিকে ফিরে যেতে বাধ্য হয়।
সোমবার বিকালে হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে তাল-আহমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
এই খবর পেয়ে স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাদের সমর্থনে এগিয়ে আসে এবং পরিস্থিতি আঁচ করতে পেরে মার্কিন সেনারা দ্রুত পিছু হটেন।
সিরিয়ার সেনারা গত বৃহস্পতিবারও একইভাবে আমেরিকার একটি সামরিক বহরকে কামিশলি শহরে প্রবেশে বাধা দেন।
সানবিডি/এনজে