চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন আজ। ২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনের আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হবে।
এর আগে ২৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই ঘোষণা মোতাবেক ১৪ নভেম্বর থেকে চলছে এসএসসি পরীক্ষা।
সানবিডি/ এন/ আই