আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩-৫ টাকা করে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। তবে গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে আমদানি কমে পাঁচ ট্রাক নেমেছিল, সেখানে চলতি সপ্তাহে আমদানি বেড়েছে। মঙ্গলবার বন্দর দিয়ে ৩৯ ট্রাকে ১ হাজার ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকালও আমদানি অব্যাহত ছিল।
সানবিডি/এনজে