
টানা ছয় মাসের মতো কমেছে চীনের ইস্পাত উৎপাদন।সর্বশেষ অক্টোবরে শিল্প ধাতুটির উৎপাদন ৪ দশমিক ৯ শতাংশ কমে সাড়ে তিন বছরের সর্বনিম্নে নেমে যায়। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (সিআইএসএ) এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে শিল্পসংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র জানায়, লোকসান কাঁধে নিয়েই চীনের বেশ কয়েকটি ইস্পাত কারখানা পরিচালিত হচ্ছে। এসব কারখানায় উৎপাদন অস্বাভাবিকভাবে ব্যাহত হতে পারে। ফলে নভেম্বরে দেশটির অপরিশোধিত ইস্পাত উৎপাদন আরো কমার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র বলছে, চলতি মাসেও চীনের বাজারে ইস্পাতের দামে নিম্নমুখিতা অব্যাহত আছে। এটি উৎপাদনের চেয়েও দ্রুতগতিতে চাহিদা কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সিআইএসএর পূর্বাভাস বলছে, অক্টোবরে চীনের দৈনিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৮ হাজার টনে। এটি ২০১৮ সালের মার্চের পর সর্বনিম্ন উৎপাদন।
সানবিডি/এনজে