বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবুল হাশেম পাটোয়ারী বলেন, বিভিন্ন জায়গায় আবাসিক গ্যাস বন্ধ। যেখানে চালু আছে সেখানেও গ্যাসের চাপ খুবই কম। অনেক অবৈধ সংযোগ রয়েছে। এসব সংযোগ বন্ধ করা জরুরি।
সংগঠনটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আমরা চাই বন্ধ আবাসিক গ্যাস সংযোগ শিগগির চালু হোক। গ্রাহক ও এ সেক্টরের কর্মজীবী মানুষের কল্যাণে চালু করা জরুরি। এ নিয়ে নানা সমস্যায় রয়েছি আমরা। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি, চট্টগ্রাম গ্যাস, পানি, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ, বাখরাবাদ গ্যাস ঠিকাদার মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এএ