ডেল্টা লাইফের পরামর্শক কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-১৮ ১৮:০৩:৩৮


ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরামর্শক কমিটি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে এ পরামর্শক কমিটি নিয়োগ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

চলতি বছরের ২৪ জুন চার ব্যক্তির সমন্বয়ে অবৈতনিক এ ‘পরামর্শক কমিটি’ গঠন করে আইডিআরএ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনিয়মের নিরীক্ষা ও রাজস্ব বকেয়া পরিশোধ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে এ কমিটি গঠন করা হয়।

পরামর্শক কমিটির সদস্য করা হয়- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, সাবেক মহাপুলিশ পরিদর্শক শহীদুল হক, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এবং ডেল্টা লাইফের সাবেক উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে।

পরবর্তীতে এর বিরোধিতা করে হাইকোর্টে রিট পিটিশন করেন ডেল্টা লাইফের শেয়াহোল্ডার মঞ্জুর রহমান। তারই প্রেক্ষিতে শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ পরামর্শক কমিটি বাতিল করে রায় দেন। রিটকারী মঞ্জুর রহমানের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এ তথ্য জানান।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান খান বলেন, আইডিআরএ ডেল্টা লাইফে চার সদস্যের যে অবৈতনিক পরামর্শক কমিটি দেয়, সেটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করা হয়। এর প্রেক্ষিতে আদালত শুনানি নিয়ে পরামর্শক কমিটি বাতিল করে রায় দিয়েছেন।

এএ