আমিনুল ইসলাম মামুন বর্তমান সময়ে বাংলা সাহিত্যাঙ্গনে পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে লিখছেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে। ছড়াকার হিসেবে পরিচিতি অর্জন করলেও কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, ফিচার, গান, গ্রন্থালোচনা প্রভৃতিসহ সাহিত্যের বিভিন্ন শাখায়ই রয়েছে তার অবাধ বিচরণ। একুশে বইমেলা ২০১৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে তার ছড়াগ্রন্থ ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’।
ইতোপূর্বে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে; দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), মন ছুঁয়েছে মন (উপন্যাস-২০০৯), শিকল ভাঙার ছড়া (ছড়া-২০১০), এক জীবনের গল্প (উপন্যাস-২০১২), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫)। তিনি সম্পাদনা করছেন সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন ‘তুষারধারা’।
আমিনুল ইসলাম মামুনের এবারের বইমেলায় প্রকাশিত ‘ঘুড়ির মাঠে আয় রে সবে’ গ্রন্থটি মেলার রাতুল গ্রন্থপ্রকাশের ৫৯২নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী অরূপ মজুমদার। অলংকরণ করেছেন শেখ সাদী। পিন বাইন্ডিং করা চমৎকার এ গ্রন্থটির মূল্য রাখা হয়েছে ৮০ টাকা মাত্র।
সানবিডি/ঢাকা/এসএস