জর্ডানে বৃহৎ একটি সৌর বিদ্যুতের প্ল্যান্ট প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সপ্তাহে জর্ডান ও আমিরাতের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ইসরাইল।
বুধবার এ তথ্য জানিয়েছেন ইহুদিবাদী দেশটির কর্মকর্তারা । খবর আনাদোলুর।
মার্কিন প্রেসিডেন্টের পরিবেশবিষয়ক দূত জন কেরির উপস্থিতিতে আগামী সোমবার দুবাইয়ে এ চুক্তি স্বাক্ষর হতে পারে।
চুক্তি অনুযায়ী জর্ডানে ওই সৌর বিদ্যুতের প্ল্যান্ট তৈরির টাকা দেবে সংযুক্ত আরব আমিরাত। আর সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যাবে ইসরাইলে।
আব্রাহাম চুক্তির ভিত্তিতে আরব দেশ দুটি থেকে এ সুযোগ নিচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইল। ইসরাইলের মোট চাহিদার ২ শতাংশ বিদ্যুৎ এই সৌর বিদ্যুতের প্ল্যান্ট থেকে সরবরাহ করা হবে।
সানবিডি/এনজে