ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের সাথে বাংলাদেশে সফররত ইরানের শিল্প, খনি এবং বাণিজ্য মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ রেজা মওদুদী’র নেতৃত্বে ১৫-সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যকার মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি, ২০১৬) ঢাকা চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজি এ সময় উপস্থিত ছিলেন।
ইরানের প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সিমেন্ট, ক্লিংকার, রেলপথ যোগাযোগ, পলিমার, চামড়া, পাদুকা এবং কেমিক্যাল প্রভৃতি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, খন্দকার আব্দুল মুক্তাদির, রিয়াদ হোসেন, সেলিম আকতার খান, এস রুমি সাইফুল্লাহ, প্রাক্তন পরিচালক ওয়াকার আহমদ চৌধুরী প্রাক্তন সহ-সভাপতি হোসেন এ শিকাদর ও এম আবু হোরায়রাহ এবং মহাসচিব এ এইচ এম রেজাউল কবির এ সময় উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস