৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ আজ বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত গ্রহণটি আংশিকভাবে দেখা যাবে।
বাংলাদেশ বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। গ্রহণ শেষ হবে ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে। এর মধ্যে ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট, ময়মনসিংহে ৫টা ১১ মিনিট, চট্টগ্রামে ৫টা ১০ মিনিট, সিলেটে ৫টা ৫ মিনিট, খুলনায় ৫টা ১৮ মিনিট, বরিশালে ৫টা ১৫ মিনিট, রাজশাহীতে ৫টা ১৯ মিনিট এবং রংপুরে ৫টা ১৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, 'এটি শতাব্দীর মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে এটি চলবে। সর্বশেষ দীর্ঘস্থায়ী চন্দ্রগ্রহণ ছিল ১৮ ফেব্রুয়ারি, ১৪৪০ সালে। এটি প্রায় ৩ ঘন্টা, ২৮ মিনিট, ৪৬ সেকেন্ড ধরে চলে।'
এএ