পটুয়াখালীতে অবৈধভাবে আহরণ করা ৪২০ কেটি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ব্রিজের টোল পয়েন্ট এলাকায় সেভেন স্টার পরিবহন এবং মল্লিক পরিবহন নামে দুটি বাস থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
এ সময় ওই দুটি গণপরিবহনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।
জব্দ মাছ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার ছাত্র ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সানবিডি/এনজে