পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বিদেশি বিনিয়োগ বেড়েছে। গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র নিয়ম অনুযায়ী প্রতি মাসেই তালিকাভূক্ত কোম্পানিগুলোর শেয়ারহোল্ডিং পজিশন ডিএসইকে জানাতে হয়। এরই অংশ হিসেবে নভেম্বর মাসের পর্যালোচনায় দেখে গেছে, উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির শেয়ার রয়েছে ৬০ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ০৯ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬ দশমিক ৩১ শতাংশ।
গত মাসে বিদেশি বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ারের পরিমান ছিল ৩ দশমিক ৭৫ শতাংশ যা নভেম্বর মাসে বেড়ে দাড়িয়েছে ৪ দশমিক ০৯ শতাংশে। এতে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৩৪ শতাংশ।
প্রসঙ্গত, সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এটি ছিল তালিকাভূক্তির পর কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ।
এছাড়া, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ