গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে প্রাথমিকভাবে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাসটি এখনও উদ্ধার করা হয়নি। বাসের ভেতর কেউ আছে কি-না তা নিশ্চিত করে বলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/আহো