আট মাসের সর্বোচ্চে সৌদির জ্বালানি তেল রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৪:১০:২২

টানা পাঁচ মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে।সর্বশেষ সেপ্টেম্বরে জ্বালানি পণ্যটির রফতানি বেড়ে চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চে উঠে আসে। জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনেশিয়েটিভ (জোডি) এ তথ্য জানিয়েছে।
তথ্য বলছে, সেপ্টেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে দৈনিক ৬৫ লাখ ১৬ হাজার ব্যারেলে উন্নীত হয়। আগস্টে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৬৪ লাখ ৫০ হাজার ব্যারেল। এদিকে জ্বালানি তেলজাত পণ্যসহ মোট রফতানি দাঁড়িয়েছে দৈনিক ৭৮ লাখ ৪০ হাজার ব্যারেলে।
বর্তমানে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি। এক মাসের ব্যবধানে দেশটির জ্বালানি তেল উত্তোলন বেড়েছে দৈনিক এক লাখ ব্যারেল করে। সেপ্টেম্বরে মোট দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৯৬ লাখ ৬২ হাজার ব্যারেলে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ উত্তোলন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













