থাইল্যান্ডে টানা দুই মাস ভয়াবহ বন্যা সত্ত্বেও দেশটির চাল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২১-২২ বিপণন মৌসুমে কৃষিপণ্যটির উৎপাদন বিদায়ী মৌসুমের তুলনায় ১১ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বর্তমানে চাল রফতানিতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ থাইল্যান্ড।পূর্বাভাস বলছে, চলতি মৌসুমে দেশটির চাল রফতানি গত মৌসুমের তুলনায় ২ শতাংশ বেড়ে ৫৮ লাখ টনে পৌঁছতে পারে। জুলাইয়েও একই পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। তবে কনটেইনার সংকটের কারণে কিছুটা বিপত্তিতে পড়তে পারেন রফতানিকারকরা।
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্কিন ডলারের বিপরীতে কমে যায় থাই বাতের বিনিয়োগমূল্য। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় কমেছে থাইল্যান্ডের চালের দাম। সাশ্রয়ী হওয়ায় আমদানিকারক দেশগুলোয় থাই চালের কদর বাড়ছে।
সানবিডি/এনজে