বর্তমানে বিশ্বে আকরিক লোহ উত্তোলনে চতুর্থ শীর্ষ দেশ ভারত। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-সেপ্টেম্বর) দেশটির আকরিক লোহা উত্তোলনে উল্লম্ফন দেখা দিয়েছে। উত্তোলন প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ওড়িশা প্রদেশ। ভারতীয় আকরিক লোহার বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্টিলমিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়, এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ভারতের আকরিক লোহা উত্তোলন ১২ কোটি ৮ লাখ ২০ হাজার টনে পৌঁছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন বেড়েছে ৫০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, গত বছর মহামারীজনিত যে সংকট দেখা দিয়েছিল তা থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় আকরিক লোহা উত্তোলন খাত। এতে প্রভাবকের ভূমিকা পালন করেছে ওড়িশা রাজ্যের উত্তোলন। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এ রাজ্যের উত্তোলন ৮৫ শতাংশ বেড়েছে।
সানবিডি/এনজে