কম্পিউটারে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত অ্যান্টিভাইরাস আমদানির শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থমন্ত্রীর অনুমোদন ও আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে।
৫ জুলাই এনবিআরে পাঠানো বেসিসের চিঠিতে বলা হয়েছে, সব ধরনের কম্পিউটার এবং সাইবার জগতের নিরাপত্তা বিধানে অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফটওয়্যার অনিবার্যভাবে ব্যবহৃত হচ্ছে। দেশে কোনো ধরনের কম্পিউটার অ্যান্টিভাইরাস নিরাপত্তা বা সিকিউরিটি সফটওয়্যার উৎপাদিত হয় না। ফলে এসব আমদানির কোনো বিকল্প নেই।
এনবিআর সূত্র জানায়, এবারের বাজেটে ডাটাবেজ, অপারেটিং সিস্টেম ও ডেভেলপমেন্ট টুলের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। বেসিস অ্যান্টিভাইরাস আমদানির শুল্ক কমানোর প্রস্তাবটি বিবেচনায় ছিল। কিন্তু অজ্ঞাত কারণেই বিষয়টি বাদ গেছে।