কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক যুবক। আহত যুবককে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার রানীচড়া গ্রামের ব্রিজসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলেমান (২৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার তবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল (২৫)। আহত যুবক নাইম (২৮) ওই এলাকার সেলিম মিয়ার ছেলে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, শুক্রবার ভোরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।