চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল দশটায় চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা বিজয় উৎসবের দ্বারপ্রান্তে। আগামী ১৬ ডিসেম্বর আমাদের বিজয় উৎসব। আর এই বিজয় উৎসবকে ঘিরে চাঁদপুরে চমৎকার সব আয়োজন করা হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন চাঁদপুরে খেলাধুলা হয়নি। বর্তমানে করোনা সংক্রমণের হার কমেছে। এখন পূর্বের খেলাধুলাগুলো চলমান রাখা হবে। খেলার মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সুস্থ থাকার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, কাবাডি খেলাটি জাতীয় খেলা কিন্তু বিভিন্ন কারণে এই খেলাটি একটু আড়ালে চলে গেছে। মোবাইল আসক্তি, মাদকাসক্তি, কিশোর গ্যাং থেকে দূরে রাখতে যুব সমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপনারা সুন্দর একটি খেলা উপহার দিবেন এমটাই প্রত্যাশা আমাদের।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে বিভাগীয় পর্যায়ের জন্য দল গঠন করা হবে এবং বিভাগীয় প্রতিযোগিতায় ভালো ফলাফল করলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, আমাদের জাতীয় খেলাটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। হয়তো বা নতুন প্রজন্মের অনেকে এই খেলাটি সম্পর্কে কিছুই জানে না। তাই তাদেরকে শুধু কাবাডি নয় সকল ধরনের খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই তারা মাদকাসক্তি, মোবাইল আসক্তি, ইভটিজিংসহ সামাজিক অবক্ষয়মূলক কাজ থেকে দূরে থাকবে।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদ্গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
জেলার ৮টি উপজেলার অংশগ্রহণে এবছর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় মতলব উত্তর উপজেলাকে হারায় শাহরাস্তি উপজেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নাজিরপাড়া ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হকসহ সকল উপজেলার অফিসার ইনচার্জগণ।
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
সানবিডি/ এন/আই