চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
এ বিষয়ে বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে।
সানবিডি/এনজে