বরিশালে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ওষুধ মজুত করায় এবং যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে দুই ওষুধ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এপেক্স ফার্মা লিমিটেডকে পাঁচ হাজার এবং অ্যাস্ট্রা বায়োফার্মা লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোরস্থান রোড এলাকার ওই দুই ওষুধ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু ওষুধ মজুত অবস্থায় দেখা যায়।’
এ বিষয়ে তিনি বলেন, ‘মজুতের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কোনও নির্দেশনা দেখাতে পারেনি ওই দুই কোম্পানি। এছাড়া ওষুধগুলোর সংরক্ষণ প্রক্রিয়া সঠিক ছিল না। এ কারণে জরিমানা করে পরবর্তী সময়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সাবধান করে দেওয়া হয়।’
এই অভিযান পরিচালনাকালে তার সাথে ছিলেন বরিশাল ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা। আইনশৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশ।
সানবিডি/এনজে