নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ ১৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন নোয়াখালীর ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ৪টি মামলায় ৭৬ জন নেতাকর্মী নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলেহ্ উদ্দিন মিজানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত এদের মধ্যে ১৩ জন নেতাকর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
চেয়ারম্যান আবদুর রাজ্জাক ছাড়াও অন্যান্য নেতারা হচ্ছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ হোসেন রবেন্স, চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, শাহীনসহ অন্যান্য ৮জন নেতাকর্মী।
আসামীরা সবাই ৪টি মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারী।
এএ