যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে ২০৩০ সাল নাগাদ ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই ৫ বছরের কম বয়সী শিশু হতে পারে। ৬০ শতাংশের মৃত্যু ক্ষুধা, দারিদ্র্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে হতে পারে। সম্মুখযুদ্ধ ও বিমান হামলার কারণেও অনেকের মৃত্যু হতে পারে।
সব মিলিয়ে ২০৩০ সালে মৃত্যুর সংখ্যা ১৩ লাখে দাঁড়াতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
এ বিষয়ে ইউএনডিপির কর্মকর্তা আচিম স্টেইনার বলেন, ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় যুদ্ধের কারণে সৃষ্ট রোগ-ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সানবিডি/এনজে