মায়ের নামে করা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে হাসপাতালের কাউন্টারে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই স্বাস্থ্য চেকআপের টিকেটের টাকা পরিশোধ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সিইও জয়তুন সোলায়মান ও পরিচালক আরিফ মাহমুদ। রেজিস্ট্রেশন শেষে হাসপাতালের দ্বিতীয় তলায় প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য চেকআপ করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নাক কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধানমন্ত্রীর নাক, কান, গলা চেকআপ করেন। চক্ষু পরীক্ষা করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক।
প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ান প্রতিষ্ঠান কেপিজে ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাসপাতালটির যাত্রা শুরু হয়।
সানবিডি/ঢাকা/আহো