ভয় ধরাচ্ছে নেপাল

প্রকাশ: ২০১৬-০২-০৫ ১৪:৫৯:১৫


sports_101081২১২ রানের টার্গেট দিতে পারবে নেপাল, এটা হয়তো অনেকে চিন্তাই করতে পারেনি। অধিনায়ক রাজু রিজলের (৭২) কল্যাণে সেটা করতে পেরেছে দলটি।

বল হাতেও ধারণার চেয়ে বেশি আগ্রাসন দেখাচ্ছে হিমালয়ের দেশ। এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯২।

পিনাক ঘোষ ৩২ রানে কাটা পড়েন। সাইফ হাসান সুইফ করতে যেয়ে ধামালার বলে এলবির ফাঁদে পড়েন। গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে (৮) দ্রুত ফিরিয়ে দেন লামিচানে।

সানবিডি/ঢাকা/আহো