কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে।‘আইস’ নামে পরিচিত এই মাদকের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
মিয়ানমার থেকে পাচারকালে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবন মাঠ থেকে মাদকের চালানটি উদ্ধার করে বিজিবি।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি ২) এর অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান এ তথ্য জানান।
এ বিষয়ে তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। মিয়ানমার থেকে নাফনদী পাড়ি দিয়ে আলীখালী লবনের মাঠের ওপর দিয়ে কয়েকজন লোক আসতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে তার ভেতরে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়। জব্দকৃত আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
সানবিডি/এনজে