সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশনস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩৪ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১০ লাখ ১ হাজার ৮০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩২ দশমিক ২৪ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬৬ লাখ ২১ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এ্যাপেক্স ফুডস। এই কোম্পানির শেয়ার দর ৩০ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ২২ দশমিক ২২ শতাংশ, অ্যারামিটের ১৪ দশমিক ০৮ শতাংশ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ১০ দশমিক ৪৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের ৯ দশমিক ১৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮ দশমিক ৮৮ শতাংশ, এমবি ফার্মার ৭ দশমিক ২০ শতাংশ এবং জিকিউ বলপেনের ৬ দশমিক ২৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/ঢাকা/আহো