ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অ্যারাবিকা কফির দাম প্রায় ১০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। সরবরাহ সংকটের তীব্রতায় দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। খবর বিজনেস রেকর্ডার।
গত মঙ্গলবার আইসিইতে মার্চে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ডের দাম ২ ডলার ৩৭ সেন্টে স্থির হয়েছে। এর আগে কার্যদিবসের শুরুতে পণ্যটির দাম ২ ডলার ৩৯ সেন্টে পৌঁছে, যা ২০১২ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।
র্যাবোব্যাংক জানায়, রসদ-সংক্রান্ত উদ্বেগ বাজারজুড়ে আগ্রাসী ক্রয়প্রবণতাকে উৎসাহিত করছে। ব্যবসায়ীরা বলছেন, রোস্টাররা ঝুঁকি এড়াতে একরকম হুড়োহুড়ি করেই কফি ক্রয় করছেন। তাদের ধারণা, ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বরং এটি আরো বাড়তে পারে। এদিকে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন রোবাস্তা কফির দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। স্থির হয়েছে ২ হাজার ২৭০ ডলারে।
সানবিডি/এনজে