জানুয়ারিতেই চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২৫ ১৮:০৮:৫১
মালয়েশিয়ার শ্রমবাজারে তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত রয়েছে।কর্মী নিয়োগ চালু করতে দুই দেশের মধ্যে গড়ে প্রতি মাসেই বৈঠক হচ্ছে। এ বিষয়ে একাধিক মন্ত্রী পর্যায়ের সফর এবং বৈঠকও হয়েছে। কিন্তু ফলপ্রসূ আলোচনা না হওয়ায় চালু হয়নি শ্রমবাজার। তবে কূটনৈতিক সূত্রগুলো আশা করছে, আগামী বছরের শুরুতেই মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকতে পারবে বাংলাদেশি কর্মীরা।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের একজন কূটনীতিক জানান, কুয়ালালামপুর সরকারের সঙ্গে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে ঢাকা। স্থগিত হওয়া শ্রমবাজার চালু করতে শিগগিরই ইতিবাচক বার্তা পাওয়া যাবে। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই বার্তা পাওয়া যেতে পারে। অনেক চড়াই-উতরাইয়ের পর এই ইস্যুতে দুই দেশ একমত হয়েছে। এই বিষয়ে সমঝোতা স্মারক সই করার সব প্রস্তুতি চূড়ান্ত। এ জন্য কুয়ালালামপুরের কাছে সময় চেয়েছে ঢাকা। সমঝোতা স্মারক সই হলেই জট খুলে যাবে।
শ্রমবাজার চালু হলে বাংলাদেশ হাইকমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানানো হবে, এই তথ্য জানিয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়। কেননা এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারে কর্মীদের নির্দিষ্ট তথ্য সংরক্ষণের পরই মালয়েশিয়ায় নিয়োগ দেওয়া হবে। সিন্ডিকেট বাণিজ্য ভাঙতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সানবিডি/এনজে