

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে ব্যাংকে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হয়ে তিনি পদত্যাগপত্র দেন। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এমডির পদত্যাগের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমডি সৈয়দ রইস উদ্দিনকে।
সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদারের সঙ্গে বিরোধের জের ধরে আবদুল বারী এমডি পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোপূর্বে ব্যাংকটির একাধিক এমডি অপ্রত্যাশিত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর তৎকালীন এমডি এ কে এম শফিকুর রহমানও হঠাৎ পদত্যাগ করেছিলেন।
অবশ্য গত মে পর্যন্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিল না ন্যাশনাল ব্যাংকে। এ জন্য ব্যাংকটিতে একজন স্থায়ী এমডি নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়। চলতি বছরের ১৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা হক সিকদারকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২৮ এপ্রিলের মধ্যে এমডি নিয়োগ না দিলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে।
এর আগে সর্বশেষ ব্যাংকটির অতিরিক্ত এমডি এ এস এম বুলবুল এমডির দায়িত্বে ছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর তাকে সরিয়ে দিতে বলে কেন্দ্রীয় ব্যাংক। পরে ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার তার মেয়াদ বাড়ান, যা কার্যকর হয় ১ এপ্রিল থেকে। কিন্তু বিষয়টি বিধি পরিপন্থী হওয়ায় তাকে চলতি দায়িত্ব থেকে বিরত রাখতে আরেকবার (৬ এপ্রিল) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশের পর এ এস এম বুলবুলকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারীকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয় ব্যাংকটির পর্ষদ। পরে তাকে স্থায়ী এমডি পদে নিয়োগ দেয় ব্যাংকটি।
এএ