নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এখন চালের দাম বাড়লে অনেকে ক্ষোভ প্রকাশ করে। কিন্তু চালের দাম বাড়লে লাভবান হয় আমারদের কৃষকেরা। তাই প্রধানমন্ত্রী কৃষকের পক্ষে।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশে নদীর নাব্যতা রক্ষা ও পলি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন। সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঢাকা মহানগর।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই যে তেলের দাম বেড়েছে, সেখানে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন দেশে তেলের জন্য ভর্তুকি দেওয়া হয়? এখানে সরকার ভর্তুকি দিচ্ছে বলে আমরা কমে পাচ্ছি।
দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৭০০ ডলারে চলে গেছে। আমাদের বিনিয়োগ বেড়েছে। রফতানি আয় বেড়েছে, আমাদের অর্থনীতি এখন কত বড় অর্থনীতি, বাংলাদেশের বাজেট এখন ছয় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সানবিডি/এনজে