বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসই পতন হয়েছে পুঁজিবাজারে। একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬১ হাজার ৭৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৫৬২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৬ হাজার ৯৭ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৮৭৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১৪ হাজার ৯৮১ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৬৮৪ টাকা বা ২.৬৭ শতাংশ বাজার মূলধন হারিয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় হাজার ৩০৬ কোটি ২৫ লাখ ৫ হাজার ১৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬৮৬ কোটি ১ লাখ ১৩ হাজার ৮৭১ টাকা বা সাড়ে ১০ শতাংশ কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪২ পয়েন্টে এবং দুই হাজার ৬০২ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৯টির বা ১২.৮৯ শতাংশের, কমেছে ৩১৩টির বা ৮২.৩৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৪.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬১ কোটি ৯২ লাখ ১৮ হাজার ৪৬০ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৫২ কোটি ১১ লাখ ৫০ হাজার ৩৭০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৯ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৯০ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮.১২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৯৯ পয়েন্ট , সিএসই-৩০ সূচক ৪৩২ পয়েন্ট , সিএসই-৫০ সূচক ৫০ এবং সিএসআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬০ পয়েন্টে, ১৪ হাজার ১১৩ পয়েন্টে, এক হাজার ৫২৫ পয়েন্টে এবং সিএসআই এক হাজার ২২৮ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৬.২২ শতাংশের দর বেড়েছে, ২৭০টির বা ৭৯.৬৫ শতাংশের কমেছে এবং ১৪টির বা ৪.১৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস