আসছে ৪৪তম সাধারণ বিসিএস। এ বিসিএসে ১ হাজার ৭১০ জন প্রথম শ্রেণির ক্যাডার কর্মকর্তা নেওয়া হবে বলে জনপ্রসাশন মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি জানা যায়নি।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে জনপ্রসাশন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৪তম বিসিএসের কার্যক্রম শেষ করে পিএসসিতে পাঠানো হয়েছে। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র নিয়ে কতজনকে কোথায় নেওয়া হবে- তা ঠিক করা হয়েছে। এরপর নিয়োগের কার্যক্রম শুরুর জন্য পিএসসিকে বলা হয়।
পিএসসির একজন সদস্য বলেন, ৩০ নভেম্বর পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। সেখানে ৪৪তম বিসিএসের বিষয়ে আলোচনা হতে পারে। দ্রুত সময়ের মধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নেওয়া আছে। এই মাসের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।
করোনাকালে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যসে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগামী ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় প্রায় ২১ হাজার প্রার্থী অংশ নেবেন।
এর আগে গত ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়, যাতে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এই পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি।
এএ