নওগাঁয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও পবিত্রতা রক্ষায় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে পরিবেশ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
একুশে পরিষদের আয়োজনে ৫ ফেব্রুয়ারি সকাল ১০.৩০ মিনিটে নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি.এম. আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ম.আ.ব.সিদ্দিকী, জয়নাল আবেদীন মুকুল, বিন আলী পিন্টু, আতোয়ার রহমান, নাইস পারভীন, মোমিনুল ইসলাম স্বপন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এম.এম.রাসেল।
সানবিডি/ঢাকা/রাআ