ভারত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসার সময় জখম হওয়া নীলগাইটিকে বাঁচানো যায়নি। শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে চিকিৎসা দেওয়ার সময় নীলগাইটি মারা যায়। শনিবার নীলগাইটিকে মাটিচাপা দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় নীলগাইটি দেখতে পায় গ্রামবাসী। এ সময় প্রাণিটিকে ধরার চেষ্টা করলে সেটি ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে দুই গাছের ফাঁকে আটকে গেলে গ্রামবাসী নীলগাইটিকে ধরে ফেলেন। খবর পেয়ে হরিপুর থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নীলগাইটি উদ্ধার করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, উদ্ধারের সময় নীলগাইটির দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছিল। উদ্ধারের পর নীলগাইটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের হরিপুর কারিগাঁও কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার কফিল উদ্দিন জানান, নীলগাইটি মিনাপুর সীমান্তে ভারতীয়দের তাড়া খেয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ সীমান্তে ঢোকে। পরে ভবানন্দপুরের গ্রামবাসীর হাত থেকে গুরুতর আহত অবস্থায় সেটাকে উদ্ধার করা হয়।
হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, উদ্ধারের সময় পুরুষ নীলগাইটির মুখ, পা ও পেট দিয়ে রক্ত ঝরছিল। উদ্ধারের পর নীলগাইকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
সানবিডি/এনজে