কোয়ার্টার ফাইনাল শেষ। এবার সামনে শুধু চিন্তা সেমিফাইনালকে ঘিরে। শেষ চারের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। তবে, এতটুকু নিশ্চিত যে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে যারা জিতেব সেমিফাইনালে তারাই হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
সেমিতে যদি বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হয় তাহলে, বোধ হয় ফাইনালে উঠতে ক্ষুদে টাইগারদের পথটা একটু সহজ হবে। কারণ, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসর শুরুর কয়েকদিন আগেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের তিন ম্যাচ ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগার যুবারা।
আর পাকিস্তান পড়লে বাংলাদেশকে একটু ঘাম ঝরাতে হবে। কারণ, পাকিস্তানের এই দলটি বেশ শক্তিশালী। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।
স্বাগতিক বাংলাদেশ এবারের আসরে ফেভারিট দল। গ্রুপ পর্বের তিনটিতেই তারা জিতেছিল। তবে, শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেপালের মত দলের বিরুদ্ধে জয়টা খুব সহজে পাওয়া হয়নি। ২১২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে বাংলাদেশকে খেলতে হয়েছে ৪৯তম ওভার পর্যন্ত। অন্যদিকে, নেপাল আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলেছে।
দেখা গেছে, বাংলাদেশ একের পর এক জয় পেলেও ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ভাল কিছু করতে পারছে না। শুরুতেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচটি রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সানবিডি/ঢাকা/রাআ