ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ১৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনজনকে স্বর্ণপদক, নয়জনকে রৌপ্য পদক এবং ৪০ জনকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আইবিবির প্রেসিডেন্ট ফজলে কবির প্রধান।
বাংলাদেশ ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড কর্তৃক স্বর্ণ পদক, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক রৌপ্য পদক এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিষয়ওয়ারী নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের কাউন্সিলের সদস্যরা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা, ইনস্টিটিউটের ফেলো, পুরস্কার বিজয়ীরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এএ