এত্ত বড়!! হ্যাঁ এটাই বড় সত্যি। কোনও আজগুবি নয়, এটাই পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি। প্রায় ১০০ ফিটের এই গাড়িটি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বর্তমানে গাড়িটি ব্যবহার করা হচ্ছে হলিউডের বিভিন্ন সিনেমাতে।
গাড়িটি তৈরি করেছেন জয় অরবার্গ অফ বুরব্যাঙ্ক। গাড়িটি এরই মধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গাড়িটি তৈরি করা হয়েছে ক্যালিফর্নিয়ায়। ১০০ ফিট লম্বা গাড়িটিতে চাকা রয়েছে মোট ২৬টি। রয়েছে ২টি চালক ক্যাবিন। জানা গিয়েছে, গাড়িটি মূলত হলিউড চলচ্চিত্রে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। তবে বিভিন্ন প্রদর্শনীতেও গাড়িটিকে দেখানো হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
বিলাসবহুল গাড়িটির মধ্যে রয়েছে সুইমিং পুল, স্পা, কিং সাইজ বেড, সান ডেক ইত্যাদি। এই গাড়িতে আবার হেলিকপ্টারও ল্যান্ড করতে পারবে। সেজন্য রয়েছে একটি হেলিকপ্টার ল্যান্ডিং হেলিপ্যাড। শুধু লম্বায় নয় সবদিক থেকেই গাড়িটি ব্যতিক্রমী গাড়ি। সে কারণেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। ফলে দেখেশুনে এবার তো আমাদের মতোই আপনিও বলবেন, এত্ত বড় সত্যি……………।