৫০ উদ্যোক্তাকে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সারা দেশ থেকে বাছাইকৃত ৫০ নবীন উদ্যোক্তার সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা, উদ্ভাবনী শক্তি ও শ্রম দিয়ে সমাজে হালাল কর্মসংস্থান তৈরি ও হালাল উপার্জনে সচেতনতার মাধ্যমে তরুণদেরকে কর্মমুখী করায় নবীন উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সারা দেশের তিন হাজার উদ্যোক্তা থেকে ৫০ জন উদ্যোক্তাকে বাছাই করা হয়, যারা ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে ইসলামী অনুশাসন অনুসরণ করেন।
সকাল ৯টায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদের স্বাগত বক্তব্য দিয়ে সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। এতে মার্কেটিং বিষয়ে যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন সরোবরের মার্কেটিং প্রধান শরীফ আবু হায়াত অপু ও আইএফএ কনসাল্টেন্সির কো-ফাউন্ডার মুফতী ইউসুফ সুলতান।
অনুষ্ঠানে প্রথম ১০জন উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়েছে। এছাড়া ৫০ উদ্যোক্তার সবাইকে সম্মাননা স্মারক সার্টিফিকেট, ক্রেস্ট, ব্যবসা বিষয়ক বই প্রদান করা হয়েছে।
সানবিডি/এনজে